হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটে ২০৬ জন শিক্ষার্থীর বৃত্তিলাভ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার এ প্রতিষ্ঠান থেকে মোট ২০৬ জন শিক্ষার্থী বৃত্তিলাভ করেছেন। গত ২৩ জুন প্রতিষ্ঠানের ই-মেলে এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা গেছে, বিশ্ব ব্যাংক ও কানাডার অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্কিলস অ্যান্ড ট্রেনিং এ্যানহেন্সমেন্ট প্রজেক্টের আওতায় আলমডাঙ্গার হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৫৬ জন ছাত্র-ছাত্রী বৃত্তির জন্য আবেদন করে। তাদের মধ্যে থেকে ১০ জন ছাত্রী ও ১৯৬ জন ছাত্র বৃত্তি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হন। গত ২৩ জুন মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের নিজস্ব ওয়েব সাইটের ই-মেলে প্রকল্প দফতর থেকে এ বার্তা প্রেরণ করা হয়। বৃত্তির এ টাকা হারদী অগ্রণী ব্যাংক শাখা থেকে ছাত্র-ছাত্রীদের নিজস্ব একাউন্টে প্রদান করা হবে।