হামাস-ইসরায়েল হামলা বাড়ছে

মাথাভাঙ্গা মনিটর: ইসরায়েল এবং গাজার ইসলামপন্থি হামাস যোদ্ধাদেরমধ্যে পাল্টাপাল্টি হামলা বাড়ছে। গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলার জবাবেতেল আবিবে আরো রকেট হামলা চালিয়েছে হামাস।ইসরায়েল বলেছে, তারা গতকাল বুধবার সকালে তেল আবিবের আসকেলোন এবং আসদোদে ছোড়া ৮টি রকেট হামলা ঠেকিয়েছে।ওদিকে, গাজা থেকে পাওয়া খবরে ইসরায়েলি বিমান হামলায় সর্বশেষ অন্তত ৮ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।গাজারকর্মকর্তারা বলেছেন, সম্প্রতি কয়েকদিনে ইসরায়েলের বিমান হামলায় নিহতফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছে ১৫০ জন। হতাহতদের অর্ধেকইনারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।হামাসের সামরিক শাখা সতর্ক করে দিয়েবলেছে, সব ইসরায়েলিই এখন তাদের হামলার লক্ষ্যবস্তু। ওদিকে, ইসরায়েলওহামাসের বিরুদ্ধে অভিযান বাড়াবে বলে জানিয়েছে।ইসরায়েলের সেনাবাহিনীবলেছে, তারা রাতভর রকেট উৎক্ষেপণের ১১৮টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে।হামাসের ১০টি কমান্ড ও কন্ট্রোল সেন্টারসহ ১০টি সুড়ঙ্গে এ হামলা চালানোহয়েছে। এ নিয়ে গাজার আরো ৪৪০টি লক্ষ্যে হামলা হয়েছে।গাজায় হামাসেরবিরুদ্ধে ইসরায়েল দীর্ঘমেয়াদি অভিযান শুরু করতে যাচ্ছে বলে ধারণা করাহচ্ছে। ওই অভিযানের প্রাথমিক পর্যায়ে এই বিমান হামলা চালানো হচ্ছে।মঙ্গলবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে আকাশ হামলার সাইরেন শুনে লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে।ফিলিস্তিনিকট্টরপন্থি রাজনৈতিক দল হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরহাইফায় রকেট নিক্ষেপ করেছে। হাইফা গাজা থেকে ১৪০ কিলোমিটার উত্তরে। ইসরায়েলজানিয়েছে, রকেটটি হাইফায় না, হাদেরায় পড়েছে।