হামাসের টার্গেট এবার আল-আকসা মুক্ত করা

 

 

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনেরস্বাধীনতাকামী সংগঠন হামাস ঘোষণা দিয়েছে, এখন তাদের টার্গেট হলোজেরুসালেমের আল-আকসা মসজিদ মুক্ত করা। গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলননেতারা মনে করছেন, ইসরাইলকে যুদ্ধবিরতিতে সম্মত করতে বাধ্য করার মাধ্যমেতারা যুদ্ধের নতুন পর্যায়ে পৌঁছেছেন। দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পর হামাসনেতারা এখন বাঙ্কার থেকে বের হতে শুরু করেছেন।হামাস নেতা ইসমাইল হানিয়াগত বুধবার রাতে প্রায় দেড় মাস পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন। একটি বিজয়মিছিলে তিনি বলেন, শহিদের রক্তেই এই বিজয় অর্জিত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ইসরাইলের সাথে যুদ্ধবিরত হয়। হামাস এটাকে দুর্দান্ত বিজয় হিসেবে অভিহিত করেছে।