হামলাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএমএ’র মানববন্ধন কর্মসূচি পালিত

 

স্টাফ রিপোর্টার: গত পহেলা জুলাই ঢাকার গুলশানে জঙ্গি হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।

চুয়াডাঙ্গা বিএমএ আয়োজিত মানববন্ধনে সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মানববন্ধনে স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, ডা. আবুল হোসেন, বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক শেখ আরমান আলী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অ্যাসোসিয়েশনের সহসভাপতি হারুন-অর-রশিদ পলাশ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, এনটিসির সিসটার টিউটর ইনচার্জ আলোমতি বেগম, ম্যানেজার ফোরামের সভাপতি ইব্রাহীম খলিল বক্তব্য রাখেন। বিএমএ আয়োজিত মানববন্ধনে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, ওষুধ বিক্রয় প্রতিনিধিরা ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি সিভিল সার্জন সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। নিজের সন্তানসহ প্রতিবেশিরা কে কি করছে তা নিয়মিতভাবে খোঁজখবর রাখতে হবে।