হাতিয়ায় গণপিটুনিতে জলদস্যু প্রধানসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর হাতিয়া উপজেলার নলেরচর এলাকার পাতারচরে গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে গণপিটুনিতে জলদস্যু প্রধান ফারুক কমান্ডার নিহত হয়েছেন। এতে আহত দু জলদস্যু চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। নিহত জলদস্যু ফারুক কমান্ডারের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায়। তার বিরুদ্ধে হাতিয়া, রামগতি, ও চরজব্বার থানায় খুন ধর্ষণ, লুট ও ডাকাতির অভিযোগে ২০টি মামলা রয়েছে বলে জানা গেছে। গতকাল দুপুরে ফারুক কমান্ডারের নেতৃত্বে কয়েকজন জলদস্যু হাতিয়ার নলেরচরের পাতারচরে এসে ডাকাতির প্রস্তুতি নিলে স্থানীয় জনগণ তাদের ঘিরে ফেলে। এ সময় জনতা ফারুক কমান্ডারকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত জলদস্যু মিরাজ উদ্দিন (৪০) ও জলদস্যু চান্দুকালু (৩৮) চিকিত্সাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৭টায় মারা যান। ফারুক কমান্ডারের ৩ সহযোগীকে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করেন।