হাটবোয়ালিয়া ও বড়বোয়ালিয়া গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া : দোকান ভাঙচুর

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ও বড়বোয়ালিয়া গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, সম্প্রতি আলমডাঙ্গার বড়বোয়ালিয়া ও হাটবোয়ালিয়া গ্রামের কিছু ব্যক্তি মিলে একই বাসে ফরিদপুর আটরশি পীরের দরবারে যায়। ফিরে আসার সময় বড়বোয়ালিয়ার শামীম ও করিম নামের দু’ভাই ভালাইপুর বাজারে বাস থামাতে চায়। সে সময় হাটবোয়ালিয়ার রফিক, কবীর ও বাবলু তাতে বাঁধ সাধেন। এতে ক্ষিপ্ত হয়ে শামীম ও করিম দু’ভাই মিলে তাদের মারধর করে পালিয়ে যায়। এ ঘটনার পর গতকাল বুধবার বিকেলে করিম হাটবোয়ালিয়া বাজারে গেলে তাকে দেখতে পেয়ে রফিক, কবীর তাকে মারধর করে। করিম মার খেয়ে বাড়ি ফিরে ঘটনা সকলকে জানায়। পরে বড়বোয়ালিয়ার কয়েকশ’ মানুষ হাটবোয়ালিয়ায় ছুটে যায় মারামারি করতে। সে সময় কবীর ও রফিক কাউকে না পেয়ে তারা হাটবোয়ালিয়া বাজারের মিনারুলের ফলের দোকান ভাঙচুর করে ও দোকানের শার্টার কেটে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এখনও গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।