হাটবোয়ালিয়ার ছেলে দীপু মাহমুদ অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি পুরস্কার’র জন্য মনোনীত

আলমডাঙ্গা ব্যুরো: এবার শিশু-কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার’র জন্য মনোনীত হয়েছেন এ সময়ের নন্দিত কথাসাহিত্যিক আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার দীপু মাহমুদ। শিশুসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নবাব সিরাজউদদৌলা স্বর্ণপদক’১৭ প্রাপ্তির পর পরই এ সময়ের পাঠকপ্রিয় কথাসাহিত্যিক দীপু মাহমুদ পেলেন এ সম্মানজনক স্বীকৃতি। সাহিত্যচর্চায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আত্মসংগ্রামে নিবেদিত শব্দকারিগর তিনি। বাংলাদেশ শিশু একাডেমি সূত্রে জানা গেছে, বাংলাদেশ শিশু একাডেমি ১৪ এপ্রিল ২০১৩ থেকে ১৩ এপ্রিল ২০১৪-র মধ্যে প্রকাশিত নতুন বইয়ের মধ্যে গল্প, উপন্যাস ও রূপকথা বিষয়ে ‘পুতলি ও ছেলে ধরা’ বইয়ের জন্য অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। আগামী মার্চ মাসে জমকালো আনুষ্ঠানিকতায় মনোনীতদের হাতে তাৎপর্যবহ এ পুরস্কার তুলে দেয়া হবে। এছাড়াও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ইতোপূর্বে তিনি পেয়েছেন এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী স্বর্ণপদক, সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদক, সুনীতি অ্যাওয়ার্ড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদফতরের বিশেষ সম্মাননা।