হাজি হেসাবুদ্দীন স্মরণে দোয়া অনুষ্ঠান

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা চেয়ারম্যানের পিতা বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত চাকরিজীবী হাজি হেসাবুদ্দীন স্মরণে গতকাল শুক্রবার মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের প্রত্যেকটি মসজিদে বাদজুম্মা মিলাদ-মাহফিল ও বাদ আছর বাসস্ট্যান্ড জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও গত বৃহস্পতিবার জীবননগর মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়।

বাদ আছর বাসস্ট্যান্ড জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে মরহুম হেসাবুদ্দীনের জীবনী নিয়ে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ আমল, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, হাসাদাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আক্তারুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ী হাজি আব্দুল মজিদ। আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাও. মো. আব্দুল খালেকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীণ শিক্ষক মাও. মো. গোলাম রব্বানী। জীবননগর মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মরহুমের স্মরণে সভা আয়োজন করা হয়। আলোচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি আব্দুস সামাদ, সাবেক প্রধান শিক্ষক আবুল হাশেম, হাসাদাহ মাধ্যমিক সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শিক্ষক আবুল কাশেম, মতিয়ার রহমান ও হাফিজুর রহমান।