হাউলী ইউপি উপনির্বাচনে আইনশৃঙ্খলা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি বিষয়ক সভা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউপি উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিমিয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী ও নির্বাচণ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমান ও দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলী শাহ মিন্টু, আবু সাঈদ খোকন, নজরুল ইসলাম, ওহিদুজ্জামান, জাহিদ হাসান, নিশান তরফদার প্রমুখ। সভার শুরুতেই নির্বাচনী আচরণবিধি পাঠ করে স্বাগত বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, আপনারা যাদের পোলিং এজেন্ট নিয়োগ করবেন তাদের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটকেন্দ্রের মধ্যেই থাকতে হবে। কোনো অজুহাতে বাইরে আসা যাবেনা এবং তারা কোনো মোবাইলফোন ব্যবহার করতে পারবেনা।

আইনশৃঙ্খলা বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি জানান, প্রতিটি কেন্দ্রের জন্য ৭ জন করে পুলিশ (অস্ত্রসহ), ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা আনসার সদস্য ও ১ জন গ্রাম পুলিশ থাকবে। এছাড়াও ২টি কেন্দ্রের জন্য ১টি মোবাইল টিম এবং ৩টি কেন্দ্রের জন্য ১টি স্ট্রাইকিংফোর্স থাকবে। সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য থেকে ৯টি ভোটকেন্দ্রেই সার্বক্ষণিকভাবে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি তাদেরকে আশ্বস্ত করে বলেন, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে যা যা করার প্রয়োজন সেটাই করা হবে। যেহেতু আগামী ২৪ আগস্ট ভোটগ্রহণ করা হবে সেক্ষেত্রে আপনারা আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সকলের সহযোগিতা পেলে একটি মডেল নির্বাচন উপহার দেয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন অফিস সহকারী রুহুল আমিন।