হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নে ২০১৭-১৮ অর্থ বছরে ৭০ লাখ ২৫ হাজার ৮শ ৩৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। ৩০মে  দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়।

কাপাশাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব শ্রী নারায়ণ চন্দ্র নন্দী। বক্তব্য রাখেন, ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তি আব্দুল মজিদ মণ্ডল, টিটো জোয়ার্দ্দার ও আব্দুর রশিদ মালিতা।  ইউপি সদস্য  কোরবান আলী, অশোক কুমার সরকার, নায়েব আলী, সালাউদ্দিন, ইদ্রিস আলী, তসিবুল ইসলাম, জাহাঙ্গির হোসেন, আব্দুল হাকিম, সোলায়মান হক, হামিদা খাতুন ও  শেফালী খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে  সরকারি খাত থেকে আয় ধরা হয়েছে ৫৫লাখ ও ইউনিয়ন পরিষদ থেকে ১৫ লাখ ২৫ হাজার ৮শ’ ৩৫ টাকা। সর্বমোট ৭০ লাখ ২৫ হাজার ৮শ’ ৩৫ টাকার বাজেট ঘোষনা করা হয়।