হরিণাকুণ্ডুর আদর্শ আন্দুলিয়ায় বিয়ের ৩ দিনের মাথায় স্বামীগৃহে নববধূর সন্তান প্রসব : ব্যাপক চাঞ্চল্য

কে.মান্নান/কবীর দুখু মিয়া: বিয়ের ৩ দিনের মাথায় আকস্মিক নবজাতকের জন্মদিয়েছে এক নববধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানাগেছে, হরিণাকুণ্ডুর তাহেরহুদা ইউনিয়নের আদর্শ আন্দুলিয়া গ্রামের পান্না মিয়ার ছেলে যুবক শরিফ উদ্দিনের সাথে গত শুক্রবার চুয়াডাঙ্গা সদর থানাধীন কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের কিয়ামুদ্দিন ওরফে কেয়ার মেয়ে শিউলি খাতুনের (১৮) বিয়ে হয়। সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রার কাজী মামুদুল ৩০ হাজার টাকা দেনমোহরে এ বিয়ে পড়ান। নববধূ সাজে স্বামীগৃহে শিউলি এসে উঠলেও গর্ভের শিশু ক্রমশই বের হয়ে আসতে শুরু করে আকুলি-বিকুলি। ২ দিনের চাঁদ যেমন ঘরে বসে দেখা যায় নববধূ শিউলির গর্ভের ফসল ৩ দিনের মাথায় হাত-পা ছুঁড়ে আলোর বিচ্ছুরণ ছড়িয়ে সত্যরূপে বের হয়ে পড়ে। বিয়ের ৩ দিনের মাথায় স্বামীগৃহে নববধূ শিউলি তার গোপনগর্ভ আজোড় করে বসে। আকস্মিক গোপন ব্যথায় দুমড়েমুছড়ে উঠলে স্বামীর পরিবারের লোকজন বোকা বনে যায়। অবাক হলেও সত্য হতবাক করে বিয়ের ৩ দিনের মাথায় গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৯টার দিকে অভাবনীয় ফুটফুটে নবজাতকের জন্ম দিয়ে চাঞ্চল্যের ঝড় তোলে। নববধূর এহেন সন্তান প্রসব ঘটনায় উৎসুক নারী-পুরুষের ঢল নামে গ্রামে। প্রশ্ন উঠতে থাকে নববধূ শিউলির এ কেমন বেহায়াপনা?কেনো কি কারণে এ গোপনীয়তা? আর তার গর্ভের এ অবৈধ ফসলের জন্মদাতাই বা কে? শেষ পর্যন্ত কিই বা আছে শিউলির কপালে?এ ঘটনা এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।