হবিগঞ্জে দাঙ্গা থামাতে সিনেমা প্রদর্শন

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গায় প্রতি বছর ১৫-২০ জন প্রাণ হারান। আহত হন কয়েক হাজার মানুষ। ধ্বংস হয়ে যায় শ শ পরিবার। নানা প্রকার তত্পরতা চালিয়েও লাভ হয়নি। এ অবস্থায় দাঙ্গা থামাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সমর্পন প্রযোজনা হাউজ নামের একটি নাট্য নির্মাতা প্রতিষ্ঠান। উল্লেখিত ঘটনার আলোকে তারা নির্মাণ করেছে দর্পচূর্ণ নামের একটি সিনেমা। তাদের সহায়তা দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। জেলার দাঙ্গাপ্রবণ এলাকাগুলোতে এ সিনেমা প্রদর্শন করা হবে। ঈদুল ফিতরের পরই সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার ও সিনেমা নির্মাতারা। এ সময় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, হবিগঞ্জের সমস্যা নিরসনে স্থানীয় ভাষায় চলচ্চিত্র নির্মাণ এই প্রথম। সিনেমার সাথে পুলিশের সম্পৃক্ততাও সম্ভবত এই প্রথম। গ্রাম্য দাঙ্গা দমনে সিনেমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় অংশ নেন সিনেমার প্রযোজক চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, পরিচালক ইফতেকার ফাগুন, প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি ফজলুর রহমান, আব্দুল হালিম, জিয়া উদ্দিন দুলাল ও সাইফ উদ্দিন জাবেদ। উল্লেখ্য, ১২০ মিনিটের সিনেমাটি হবিগঞ্জের দাঙ্গাপ্রবণ সাতটি লোকেশনে শুটিং করা হয়। এটি সমর্পণ প্রোডাকশন হাউজের ২য় প্রযোজনা।