সড়কের পাশে পশুর হাট বসবে না

 

স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ ও পূজা সামনে রেখে যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের পাশে পশুর হাট বসতে দেয়া হবে না। গতকাল শনিবার রাজধানীর উত্তরায় ট্রাফিক আইন নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঈদ ঘিরে ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকায় ঢুকতে দেয়া হবে না। ঈদ ও পূজা সামনে রেখে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। রাস্তাগুলোকে চলাচলের উপযোগী করা হচ্ছে। ফিটনেসবিহীন গাড়িতে যাতে কোরবানির পশু পরিবহন না করা হয় সে ব্যাপারে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সাথে কথা হয়েছে। তিনি বলেন, পশুসহ গাড়ি রাস্তায় আটকে থাকলে যানজটের সৃষ্টি হয়। এজন্যই আমরা বলেছি, ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকায় আসবে না, ঢাকা থেকে বেরও হবে না। হাইওয়ের পাশে যাতে গরুর হাট না বসে, সেজন্য হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। এসব গরুর হাটের কারণে যানজট হয়। আর যদি কোথাও বসেও তার জন্য যথাযথ বেড়া দিতে হবে।