স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ইরান

মাথাভাঙ্গা মনিটর: ইরান অত্যাধুনিক স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন। ব্যালিস্টিক এ ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর পাশাপাশি নতুন ধরনের সাঁজোয়াযানও উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছে। স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ফলে নৌ ও স্থলযুদ্ধে বিভিন্ন লক্ষ্যে ইরানের সঠিকভাবে হামলা চালানোর সক্ষমতা অনেক বাড়বে। একইসাথে ইরানের সশস্ত্রবাহিনী অনেক বেশি শক্তিশালী হবে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান, সশস্ত্রবাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল হাসান ফিরোজাবাদি এবং অন্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করা হয়।