স্বামীর বিরুদ্ধে মামলা করে বিপাকে বিদেশ ফেরত এক নারী

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের মান্দারতলা গ্রামের বিদেশ ফেরত এক নারী স্বামীর নামে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন। তাকে নানাভাবে হত্যার হুমকি দেয়া হচ্ছে অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসী ও মহেশপুর থানাসূত্রে জানা গেছে, ঘুগরী-পান্তাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রহিমা খাতুনের (৫৫) মান্দারতলা গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে আবুল হোসেনের সাথে দীর্ঘ ৩৮ বছর আগে বিয়ে হয়। রহিমা ১০/১২ বছর আগে সৌদি আরবে যান। তিনি গত ৫/৬ বছরে স্বামীর হাতে প্রায় ২০ লাখ টাকা তুলে দেন। তার স্বামী ওই টাকা দিয়ে বাড়ি-জমি ক্রয় করেন। সম্প্রতি রহিমা খাতুন দেশে ফিরে আসলে তাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। রহিমা খাতুন এ বিষয়ে মহেশপুর থানায় তার স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে পুলিশ তদন্তে গেলে তার স্বামী আবুল হোসেন তাকে লোকজন দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।