স্বাধীনতার দীর্ঘ ৪২ বছর পর আশাহত তিন বীর মুক্তিযোদ্ধার আকুতি

 

স্বকৃতি পেতে অপেক্ষা করতে হবে আর কতকাল?

হানিফ মন্ডল/হাসমত আলী: স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও আজো বহু মুক্তিযোদ্ধা পায়নি স্বীকৃতি। আবার অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা তালিকায় নাম তুলে মুক্তিযোদ্ধা হয়ে গেছে।

দামুড়হুদা কুড়ুলগাছির শেখ আলেফ হোসেন, আবু আলী ও আব্দুল করিম। অভিন্ন ভাষায় বলেছেন, আমরা মুক্তিযোদ্ধা হয়েও স্বীকৃতি পেলাম না। উপজেলার কুড়ুলগাছি গ্রামের শেখ ফকিরের ছেলে আলী হোসেন, সহদোর শেখ আবু আলী ও ধান্যঘরা গ্রামের আত্তাব উদ্দীনের ছেলে আব্দুল করিম বলেছেন, জীবনবাজি রেখে সে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। একটি স্বাধীন দেশ পাওয়ার আশায় কুষ্টিয়া ৮ নং সেক্টরে ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তুলে নিয়েছিলাম অস্ত্র হাতে। রক্ষা করেছিলাম বাংলার মাটি। আর কতোকাল মুক্তিযোদ্ধা স্বীকৃতির জন্য অপেক্ষা করতে হবে আমাদের। মৃত্যুর আগ মুহূর্তেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা। দিনের পর দিন, মাসের পর মাস ও বছরের পর বছর অপেক্ষা করে আজ ৪২ বছর পেরিয়ে গেছে। বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও পায়নি স্বীকৃতির এক টুকরো কাগজ। বঞ্চিত হয়ে আসছি সকল সুযোগ-সুবিধা থেকে। তাই সংশ্লিষ্টদের কাছে আকুল আকুতি করেই ফের মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি করেছেন তিন মুক্তিযোদ্ধা।