স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

 

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আরুয়াকান্দি গ্রামের গৃহবধূ লিপি বেগমকে হত্যার দায়ে স্বামী মোকাদ্দেস মৃধাসহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক শেখ মো. নাজমুল আলম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন- মোকাদ্দেসের ভাই কবির মৃধা। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- জাকির মৃধা, সিরাজ মৃধা, আখির মৃধা ও জালাল মৃধা। এ সময় বুলু বেগম নামে এক জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন বিচারক। জানা গেছে, ২০০৫ সালের ১৫ জুলাই বোয়ালমারী উপজেলার আরুয়াকান্দি গ্রামে যৌতুকের দাবিতে লিপি বেগমকে নির্যাতন করে হত্যা করেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।