স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে ইউসিবির প্রচার অভিযান

স্টাফ রিপোর্টার: ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ফিনেন্সয়িল লেটারেসি ক্যাম্পিং করেছে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড চুয়াডাঙ্গা। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ব্যবস্থাপক মুঞ্জুরুল ইসলাম নেতৃত্বে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ  প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে এ প্রচার অভিযান চালান। এ সময় তার ব্যাংক এবং ব্যাংকিং সম্বন্ধে শিক্ষার্থীদের ব্যাপক ধারণা দেন। পাশপাশি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে, স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধাগুলো কি কি এসব বিষয়ে ধারণা দেয়া হয়। একই সাথে বিদ্যালয় পর্যায়ে সকলকে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার পরামর্শ দেন। ১২ বছরের ঊর্ধ্বে সকল শিক্ষার্থী ১শ টাকার বিনিময়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে। ১২ বছরের নিচের শিক্ষার্থীরা অভিভাবকের সম্মতিতে একই সুবিধা পাবে। এজন্য সঞ্চায়ী হিসাবের বিপরীতে শতকরা ৪ টাকা হারে মুনাফা দেয়া হবে। এছাড়া শিক্ষার্থীরা ডিপিএস হিসাবও খুলতে পারবে বলে জানান ব্যাংক ব্যবস্থাপক ।