সৌদি আরবে আগুনে পুড়ে বাংলাদেশির মৃত্যু

মাথাভাঙ্গা অনলাইন : সৌদি বাদশাহের বিশেষ ক্ষমায় আউটপাস (বিশেষ ট্র্যাভেল ডকুমেন্টস) নিয়ে দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছিল। কিন্তু লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে আব্দুর রহমানকে (২৩)।
একটি ওয়ার্কশপে কাজ করার সময় আগুনে ঝলসে গিয়ে তিনি মারা যান। রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বান্দুনিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহমান। তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের নাসিম এলাকায় একটি মটর ওয়ার্কশপে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ার্কশপে একটি গাড়ির কাজ করছিলেন আব্দুর রহমান। হ্যান্ডলাইট জ্বালিয়ে ইঞ্জিন থেকে তেল সরবরাহে ব্যবহৃত তুরুম্বা (ফুয়ারা) আলাদা করছিলেন তিনি। পরে লাইন খুলে দিলে ফুয়ারা থেকে পেট্রোল ছড়িয়ে পড়ে।  ওই সময় তার হাতে থাকা হ্যান্ড লাইটে হঠাৎ আগুন ধরে যায়।
আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ার কারণে ওয়ার্কশপ থেকে বের হতে না পারায় সারা শরীর ঝলসে যায় আব্দুর রহমানের।
ফায়ার সার্ভিসে খবর দিলে আব্দুর রহমানকে উদ্ধার করে কিং ফাহাদ মেডিকেলে নিয়ে গেলে রাত ২টার দিকে মারা যান তিনি।
আব্দুর রহমানের ঘনিষ্ঠজন মোস্তফা কামাল সিরাজী  জানান, আমরা তার লাশ দেশে পাঠানোর চেষ্টা করছি। ইতোমধ্যে রিয়াদে বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই লাশ দেশে পাঠানো সম্ভব হবে বলে জানান তিনি।