সোহাগ পরিবহনের বাসে বিস্ফোরণে নিহত ১, আহত ২০

স্টাফ রিপোর্টার:সাতক্ষীরায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।নিহতেরপরিচয় জানাতে পারেনি পুলিশ।সাতক্ষীরাসদর থানার ওসি ইনামুল হক জানান, শনিবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কেরমাধবকাটি মোড়ের এ দুর্ঘটনায় আরো কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।সাতক্ষীরাসদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে পাঁচজনেরপরিচয় জানা গেছে।তারা হলেন, বগুড়া জেলা সদরের নুরুল ইসলামের ছেলেরুহুল আমীন (৪৫),সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বামাড়ি গ্রামের মিলন হোসেনের স্ত্রীসোনালী খাতুন (২২), শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে হেনাপারভিন (১৮), পুরাতন সাতক্ষীরার মুছা মোল্লার স্ত্রী মোমেনা পারিভন (৫০) ও যশোরেরশার্শা উপজেলা সদরের আবুল হোসেনের ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)। পুলিশ বলেছে, ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়েআসা সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রা-চ-১১-২০৫০) মাধবকাটি এলাকায় নিয়ন্ত্রণহারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনধরে যায়।