সোনারগাঁয়ে সেফটি ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: সোনারগাঁয়ে সাদিপুরের নানাখি মধ্যপাড়া এলাকায় সেফটি ট্যাংকের বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ৩ জনের মধ্যে মামা-ভাগ্নে রয়েছে। আহত হয়েছে আরো ৭ জন। নিহতরা হলো নানাখী মধ্যপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে সাব্বির (৮), সাব্বিরের মামা ওসমান গনি (৩৪) ও স্থানীয় ইউপি মেম্বার আবুল কাশেম মেম্বারের ছেলে শাহজালাল (৩৬)। সোনারগাঁ থানার ওসি শাহ মো: মঞ্জুর কাদের জানান, উপজেলা সাদিপুর ইউনিয়নের নানাখি মধ্যপাড়া এলাকায় আহমদ আলীর বাড়ি ছাদের পাশে একটি আম গাছ থেকে আম পাড়তে যায় সাব্বির। গাছ থেকে পড়ে যাওয়া আম পাশের একটি সেফটি ট্যাংকে পড়ে যায়। সাব্বির ওই আম কুড়াতে গিয়ে নিজেই ট্যাংকের ভেতরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মামা ওসমান গনিও ভেতরে পড়ে গিয়ে চাপা পড়ে যায়। এ দু জনকে উদ্ধার করতে আসে পাশে নির্মাণাধীন ভবনে থাকা ইউপি মেম্বার আবুল কাশেম মেম্বারের ছেলে শাহজালাল। সে নিজেও ট্যাংকের ভেতরে গেলে কিছুটা ধসে পড়া অংশের নিচে চাপা পড়ে যায়। ওই সময়ে ট্যাংকে বিষক্রিয়া ও কিছু অংশ ধসে পড়লে তিনজন মারা যান।