সোনাইমুড়ী থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

 

মাথাভাঙ্গা অনলাইন:  নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি আব্দুস সামাদের বিরুদ্ধে ৫০ হাজার টাকার চাঁদাবাজি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে নোয়াখালী ৩ নম্বর আমলি আদালতে এ মামলা করেন।
মামলা – পিটিশন নং ৫১৪/২০১৩।

মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হক জানান, রোববার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের শুক মিয়ার ছেলে সুজনকে (১৩) বাড়ি ফেরার পথে তার কাছে অস্ত্র আছে বলে আটক করে থানায় নিয়ে আসে।  পরে সুজনের মোবাইল ফোন থেকে তার মাকে ফোন দিয়ে ওসি আব্দুস সামাদ ৫০ হাজার টাকা দেয়ার জন্য বলেন। টাকা না দিলে তার ছেলে কে অস্ত্র মামলা দিয়ে চালান করে দেয়ার হুমকি দেয় এবং রাতে অস্ত্র আইনে একটি মামলা যার নং- জি আর ১৫৭১/১৩ দিয়ে সুজনকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান,  রোববার সুজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে একটি ছাপাতি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়