সুবর্ণ শোভা ও অতিথি শিল্পীদের সঙ্গীতসন্ধ্যা

চুয়াডাঙ্গায় জাতীয় শিশু কিশোর সংস্থা চাঁদের কনা আয়োজন

 

খাইরুজ্জামান সেতু/সাইফ জাহান: চুয়াডাঙ্গায় জাতীয় শিশু কিশোর সংস্থা চাঁদের কনা আয়োজনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুবর্ণ শোভা ও অতিথি শিল্পীদের সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে ঢাকা মানিকগঞ্জের মাদার ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতেই ছিলো আলোচনাসভা। অনুষ্ঠানে মানিকগঞ্জের মেয়র শিক্ষানুরাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব রমজান আলীর উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে তিনি চুয়াডাঙ্গাবাসীর শুভেচ্ছা জানিয়েছেন। আলোচনা সভায় চাঁদের কনা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। প্রধান বক্তা ছিলেন চাঁদের কণা কেন্দ্রীয় কমিটির সভাপতি এটিএম মমতাজুল করিম। বিশেষ অতিথি ছিলেন যশোর বিএডিসির যুগ্ম পরিচালক লায়ন কৃষিবিদ মজিবুর রহমান, চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, ফকলোর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি মাইনুল ইসলাম, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান শরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। রমজান আলীর পক্ষে ক্রেস্ট গ্রহণ করে তার ভাতিজা মতিন। অনুষ্ঠানের একপর্যায়ে এপার বাংলার ওপার বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী শোভাকে সার্ক কালচারাল সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা স্বরপি মেডেল দেয়া হয়। সঙ্গীতসন্ধ্যায় সুবর্ণ শোভাসহ গান পরিবেশন করেন আব্দুস সালাম তারা, মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, হিরন-উর রশিদ শান্ত, চুয়াডাঙ্গা সদর থানার এসআই বারেক ও ঝর্ণা বিশ্বাস। অতিথি শিল্পীদের মধ্যে ঝর্ণা বিশ্বাস দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন।