সুন্দরবনে বন্দুকযুদ্ধ : তিন বনদস্যু আটক

স্টাফ রিপোর্টার: সুন্দরবনে বনদস্যুদের সাথে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, ১০৭টি গুলি, চারটি ধারালো অস্ত্র, একটি মাছ ধরার ট্রলারসহ জাহাঙ্গীর বাহিনীর তিন বনদস্যুকে আটক করার দাবি করেছে কোস্টগার্ড। এ সময় অপহৃত দু জেলেকেও উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন আমির আলী (৩২), জব্বার (৩০) ও শাহজাহান (২৬)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন মজুমদার গতকাল বুধবার সকালে জানান, গত মঙ্গলবার বেলা পৌনে তিনটা থেকে গতকাল বুধবার ভোর পাঁচটা পর্যন্ত সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনার কয়রা উপজেলার কাটেশ্বর খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।