সুন্দরবনে ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ : মুক্তিপণ দাবি

 

স্টাফ রিপোর্টার: সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৩টি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আকাশ বাহিনী। অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা। জেলে-মহাজন সূত্র জানায়, গতকাল সোমবার ভোরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মংলা) ধানসিদ্ধির চর এলাকায় মাছ ধরছিলো জেলেরা। এ সময় বনদস্যু আকাশ বাহিনী জেলেদের ওপর হামলা চালিয়ে মুক্তিপণের দাবিতে ৩টি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি মংলার দক্ষিণ কাইনমারী এলাকায়। এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন বলেন, ধানসিদ্ধির চর এলাকায় ডাকাতরা অবস্থান করছে এমন খবর শুনেছি, তবে জেলে অপহরণ হয়েছে কি-না জানতে পারিনি। কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. রাহাতুজ্জামান বলেন, জেলেদের মাধ্যমে ডাকাতির ঘটনার খবর পাওয়ার পর অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে কোস্টগার্ড।