সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়ি দখলমুক্ত

 

স্টাফ রিপোর্টার: উচ্চআদালতের নির্দেশে কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িটিইমাম গাযযালি ট্রাস্টের কবল থেকে দখলমুক্ত করা হয়েছে। গতকালবুধবার দুপুরে বাড়িটিউদ্ধার করে সরকারি দখলে নেয়া হয়। পরে জেলা প্রশাসন বাড়িটি সিলগালা করেদেয়। এর আগে ইমাম গাযযালি ট্রাস্ট কর্তৃপক্ষ তাদের আসবাবপত্র সরিয়ে নেয়।কয়েকবছর ধরে ইমাম গাযযালি ট্রাস্ট মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিকবাড়িটি দখল করে একটি কিন্ডারগার্টেন স্কুলে রূপান্তর করে।২০০৯ সালের ১২জুন পাবনার তৎকালীন জেলা প্রশাসক ইমাম গাযযালি ট্রাস্টকে উচ্ছেদের নোটিশদেন। ওই বছরের ২২ জুন ওই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করে ইমামগাযযালি ট্রাস্ট। ২০১১ সালে এ রিট খারিজ এবং বাড়িটি দখলমুক্ত করে সেখানেসুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা স্থাপনের আদেশ দেন হাইকোর্ট।এরপরহাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের আবেদনের অনুমতি চেয়ে আপিল বিভাগে লিভ টুআপিল দায়ের করে ইমাম গাযযালি ট্রাস্ট। গত ৪ মে লিভ টু আপিল খারিজ করেদেয়ায় সরকারকে স্মৃতি সংগ্রহশালা স্থাপনে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।অবশেষে ৩৩ বছর ঊচ্চ আদালতের নির্দেশে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটিদখলমুক্ত হলো।