সুখি বড়ি ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার

নতুনপাড়া গয়েশপুর মেদিনীপুর ও রাজাপুর বিজিবির অভিযান

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার নতুনপাড়া, গয়েশপুর, মেদিনীপুর ও রাজাপুর বিজিবি পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশি সুখি বড়ি, ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিজিবি এ সময় চোরাচালানীদের ব্যবহৃত একটি বাইসাইকেল উদ্ধার করলেও কোনো চোরাচালানীকে আটক করতে সক্ষম হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, নতুনপাড়া বিওপির টহল দলের কমান্ডার নায়েব সুবেদার শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১টার দিকে নতুনপাড়া আমবাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতে পাচারমুখি বাংলাদেশি ৯১৫ পাতা সুখি বড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। গয়েশপুর বিওপির টহল দলের কমান্ডার সুবেদার নজরুল ইসলাম রাত ২টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে গয়েশপুর হেলেঞ্চাপাড়া পুকুরপাড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ ও একটি বাইসাইকেল উদ্ধার করেন। মেদিনীপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মেদিনীপুর তেঁতুলতলায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এছাড়াও রাজাপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার দিলবার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ৩টার দিকে মানিকপুর মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বিজিবির পৃথক অভিযানে ওই সকল মালামাল ও মাদকদ্রব্য আটকের সত্যতা স্বীকার করেছেন।