সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়া আগামী ৩ জুন প্রেসিডেন্টনির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। দেশটির জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদআল-লাহাম রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেন।সিরিয়ায় বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর লড়াই চলার মধ্যে সোমবার এঘোষণা এলো। এর মধ্যদিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধীদেরকে উপেক্ষা করে ক্ষমতাআরো সুসংহত করারই পট প্রস্তুত করছেন।বিরোধীরা বলছে, এ ঘোষণার মধ্যদিয়েআসাদ এ লক্ষ্যণই দেখালেন যে, তিনি দেশে লড়াই-সংঘাতের রাজনৈতিক সমাধান খুঁজতে চাননা।আসাদ বিরোধীদের পক্ষ সমর্থনকারী পশ্চিমা এবং উপসাগরীয় আরব দেশগুলোসিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের এ পরিকল্পনাকে গণতন্ত্রের উপহাসআখ্যা দিয়েছে এবংবলেছে এতে করে আলোচনার মধ্যদিয়ে সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা থেমে থাকবেনা।সিরিয়ায় গত তিন বছরের গৃহযুদ্ধে প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়েছে। আসাদ এযুদ্ধে তার বাহিনীরই অগ্রগতির আভাস দিয়েছেন। গত সপ্তায় তিনি বলেন, বিদ্রোহীদেরবিরুদ্ধে সেনাবাহিনীর অগ্রযাত্রার ফলে সংঘাতের মোড় ঘুরে দাঁড়াচ্ছে।