সিরাজুল ইসলাম শেখের নির্বাচনী গণসংযোগ অব্যাহত

চুয়াডাঙ্গা-২ আসনের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম শেখ নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শনিবার তার নির্বাচনী এলাকা জুড়ানপুর, আন্দুলবাড়িয়া ও উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, দেশ ও দেশের মানুষ আজ রাজনৈতিক মহাসঙ্কট অতিক্রম করছে। এ সঙ্কট নিরসনের একমাত্র উপায় দেশে সংবিধান মেনে চলা। দেশে বাস করে দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক আচরণ করে সঠিক পথে টিকে থাকা যায় না। আসুন আগামী ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের সংবিধান রক্ষা করি এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখি। এ সময় সিরাজুল ইসলাম শেখের সাথে ছিলেন সৈয়দ মজনুর রহমান, আলাউদ্দিন উমর, মামুন-অর-রশিদ, আবুল কাসেম, জাহিদুল ইসলাম, সিদ্দিক আলী প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

 

চুয়াডাঙ্গায় ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের নির্বাচনী মিছিল

আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে পৌর ১ ও ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে নৌকা প্রতীকের মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা সুমন, জাভেদ, মাহাতাব, রানা, খোকন, মামুন, জাহাঙ্গীর, জেলা ছাত্রলীগের আরেফিন, রায়হান, আনোয়ার, ফয়সাল, রাতুল, জেমস, বিদুত, নন্দ বিশ্বাস, রাজু, হিমেল, খালিদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি