সার্চ কমিটি গঠন চলতি সপ্তাহেই

 

স্টাফ রিপোর্টার: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে চলতি সপ্তাহেই সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এখন রাষ্ট্রপতির কার্যালয় এ সম্পর্কিত শেষ মুহূর্তের কাজ করছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, নতুন নির্বাচন কমিশন গঠনে চলতি সপ্তাহেই সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। সে হিসেবে আগামী দু’দিনের মধ্যে সার্চ কমিটি গঠন হচ্ছে বলে অনুমান করা যাচ্ছে। গতবারের মতো এবারো সার্চ কমিটি গঠনের পর এর দাফতরিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বঙ্গভবন সূত্রে জানা যায়, এবার সার্চ কমিটির সদস্য সংখ্যা গতবারের চেয়ে বাড়তে পারে। উচ্চ আদালতের দুজন বিচারপতি, সরকারি কর্মকমিশন ও মহাহিসাব নিরীক্ষকের বাইরেও একাধিক ব্যক্তি কমিটিতে থাকতে পারেন বলে সূত্রটি জানায়। কাজী রকিব নেতৃত্বাধীন ইসি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেয়াদ শেষ করবে। এরপর পাঁচ বছর মেয়াদী অনধিক পাঁচজন নিয়ে নতুন ইসি গঠন করতে হবে রাষ্ট্রপতিকে। সংবিধান অনুযায়ী আইন না থাকায় আগের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে একটি সার্চ কমিটি গঠন করেছিলেন। ওই কমিটির মনোনীতদের নামের তালিকা থেকে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছিলেন তিনি। আইন না হওয়ায় এবারো ইসি গঠনে একই পদ্ধতি অনুসরণ করবেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরই ধারাবাহিকতায় ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি। এরপর একমাস ধরে ৩১টি দলের সঙ্গে চলা ওই সংলাপ ১৮ জানুয়ারি শেষ হয়।