সারাদেশেই জেঁকে বসেছে শীত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশেই হ্রাস পেয়েছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা যেমন নেমে এসেছে ২৫ ডিগ্রিতে তেমনই দেশের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১৪ ডিগ্রিতে। আবহাওয়া অধিদফতর বলেছে, আজও দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল যশোরে ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা ও যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৩ দশমিক ৬। যা যশোরের সর্বোচ্চ তাপমাত্রার কিছু কম। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অনত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

[ads1]
দর্শনা অফিস জানিয়েছে, ঢাকাস্থ দর্শনাবাসী সংগঠন দর্শনা পরিবারের উদ্যোগে দর্শনায় শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা ডাকবাংলো চত্বরে এলাকার পাঁচশতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন দর্শনা পরিবারের সদস্য আবু সাঈদ মো. হাসান, ফিরোজ আহম্মেদ লিটন, নাহিদ কবির মনু, তারিফুজ্জামান তারিফ, সাইফুর রহমান রনি, সালাউদ্দিন লিমন, তুষার, ইথন, স্মৃতি, মনামি, উদয়, নয়ন, সুমন, এনামুল হক শাহ মুকুল।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কার্পাসডাঙ্গা ভূমি অফিস সংলগ্ন ঈদগা ময়দানে নেটওয়ার্ক সভাপতি কামরুজ্জান রানার সভাপতিত্বে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. হাজি আবুল কাশেম, হেলাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম, আলাল উদ্দিন, মশিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, আহম্মদ আলী, শিক্ষক খোকন, ইউপি সদস্য আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সৈনিক খোকন আহমেদ, ইমন হোসেন, হাফিজুল ইসলাম, জাকারিয়া, শীলন আহমেদ, মহম্মদ, তুহিন, হালিম, শোভন, সাদ্দাম, জসিম, শান্ত, সঞ্জয়, সাজ্জাদ, সাগর, কবির, আমান, আলমগীর, কপিল, খলিল প্রমুখ ।

আটকবর প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে গতকাল শুক্রবার বিকেলে জগন্নাথপুর সবুজ সঙ্ঘ বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, জগন্নাথপুর শাখার উদ্যোগে গ্রামের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা সিপিবির সম্পাদক মীর মোস্তফা ইকবাল স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রী বিভাষচন্দ্র প্রামাণিক। উপস্থিত ছিলেন জগন্নাথপুর উদীচীর সম্পাদক মদন কুমার, প্রাক্তন প্রধান শিক্ষক মোবারক আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ছাবদেল হোসেন, জামাল মাস্টার, জুব্বার, ডা. আকবর আলী তরফদার, মোহর আলী, ইজারুল হক প্রমুখ।