সাধুহাটি ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মস্থান সংস্থান কর্মসূচির পরিদর্শনে বিশ্ব ব্যাংক প্রতিনিধি

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ১ নং সাধুহাটি ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মস্থান কর্মসূচি প্রথম পর্যায়ের কাজের হঠাত পরিদর্শনে আসেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি মহিদুর রহমান খান। ইউনিয়ন পর্যায়ে কাঁচা রাস্তাঘাটের উন্নয়নে কাজের বিনিময়ে সরকার যে অর্থ দিয়ে থাকেন সে কাজের ও খোঁজখবর নেন এবং ২০১৩ সালের প্রথম পর্যায়ের ৩টি প্রকল্পে ১১১জন লেবার ৪০ দিনের জন্য প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন প্রকার কাঁচারাস্তায় মাটি কাটার কাজের খবর নিলেন লেবারদের কাছে বসেন। প্রতিটি লেবার দিন হজিরা ২০০/= টাক পাচ্ছে কি-না সে খবর নিলেন মহিলা লেবারদের কাছে। ৪০দিনের কর্মসূচি কাজের গতকাল সোমবার সকাল ১০টায় অনেকটাই হঠাত করে পরিদর্শনে আসেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি রিসার্স অফিসার মহিদুর রহমান খান। তিনি প্রথমেই ছুটে যান কাজ দেখতে ৮ নং ওয়ার্ডের আসাননগর গ্রামে। এরপর ১ নং ওয়ার্ড সাধুহাটি হয়ে তারপর পোতাহাটি, অবশেষে ডাকবাংলা অগ্রণী ব্যাংকে গিয়ে খোঁজখবর নেন।

এ কর্মসূচিতে কাঁচা রাস্তাঘাটের উন্নয়ন সম্পর্ক্ষে মহিদুর রহমান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আপাতত যা দেখলাম একাধিক কাজের স্থান ঘুরেছি মোটামুটি সন্তোষজনকভাবেই কাজ চলছে। তবে সাংবাদিক ভাইরা যাতে কাগজের মাধ্যেমে যেখানে দুর্নীতি হচ্ছে সেই ইউনিয়নের কথা তুলে ধরেন।