সাতক্ষীরায় পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত

 

 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরারতালায় পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চরমপন্থি দলের কথিত সদস্যবিএনপি নেতা বিপ্লব কবির নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে তালার সুজনসাহা মোড়ে এঘটনা ঘটে। নিহত বিপ্লব কবির দোহার গ্রামের শের আলির ছেলে। তিনি তালারশালিকা কলেজের গনিত বিভাগের শিক্ষক এবং জালালপুর ইউনিয়ন বিএনপির সম্পাদকছিলেন। এদিকে নিহতের পরিবারের সদস্যরা বলছেন, প্রভাষক বিপ্লব কবিরকে (৩৮)  গভীররাতেদোহার গ্রামের প্রতিবেশী সফেদ আলির বাড়ি থেকে তুলে এনেমারধর করার পর পায়ে গুলি করেছে পুলিশ। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিকরে আতঙ্ক সৃষ্টি করে। তালার থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, নিষিদ্ধ চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির সদস্যরা গোপন ডেরায় বসেমিটিং করছে এমন খবর পেয়ে সুজনসাহা মোড়ে আসতেই পুলিশ সদস্যদের ওপর গুলি ওককটেল নিক্ষেপ করা হয়। পুলিশও পাল্টা জবাবে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময়একজন গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়।ওসি আরো জানান, আহত ব্যক্তিকে চরমপন্থি দলের সদস্য বিপ্লব কবির হিসেবে শনাক্ত করা হয়। পরেতাকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তারবিরুদ্ধে তালা থানায় একাধিক হত্যামামলা রয়েছে বলে পুলিশের দাবি। এসবমামলায় তিনি জামিনে রয়েছেন বলে তার স্বজনরা জানান।