সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান আশরাফ নিহত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগরে আটকের পর পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সুন্দরবনের ত্রাস বনদস্যু আশরাফ বাহিনী প্রধান আশরাফ ওরফে রাঙ্গা নিহত হয়েছেন। পুলিশ জানায়, গত শনিবার রাতে শ্যামনগর থেকে গ্রেফতারের পর তাকে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারায় নিয়ে গেলে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা আশরাফ বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে আশরাফ (৪৮) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে শ্যামনগর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেয়া পুলিশের এসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল সলিমুল্লাহ আহত হন। নিহত আশরাফের বিরুদ্ধে ১৯টি খুন, ডাকাতি ও দস্যুবৃত্তির মামলা রয়েছে। সে আশাশুনি উপজেলার কুড়িকাহনিয়া গ্রামের ফজর আলির ছেলে বলে জানিয়েছে পুলিশ।