সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৮ সেপ্টেম্বর

 

স্টাফ রিপোর্টার: আবারোপিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরতারিখ। আগামী ১৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিককরে দিয়েছেন আদালত। গতকাল বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে তদন্তপ্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূইয়াওই নতুন তারিখ ঠিক করেন।সাগর-রুনি হত্যাকাণ্ডের পর গত ৩০ মাসেও মামলার কোনো অগ্রগতি হয়নি। এ নিয়ে ৩০ মাসে ২৬ বার মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।২০১২সালের বছর ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতিমাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠপ্রতিবেদক রুনি ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশউদ্ধার করা হয়। এ মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমান, দারোয়ান পলাশরুদ্র পাল, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবিরসহ মোট ৮ জনআসামি বর্তমানে কারাগারে আছেন। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডেনেয়া হলেও তাদের মধ্যে কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।