সাঈদীর রায়ের প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল সমাবেশ

 

ঝিনাইদহ অফিস: জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে ঝিনাইদহে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার সকাল ১১টার দিকে শহরের পায়রা চত্বর থেকে যুবলীগ নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্মআহ্বায়ক রাসিদুর রহমান রাসেল ও হাফিজুর রহমান হাফিজ।

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে শহরের সরকারি কেসি কলেজ চত্বর থেকে আরেকটি মিছিল বের করে ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিল থেকে জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্টঅফিস মোড়ে সমাবেশ করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন, ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান বাশার, আশরাফুজ্জামান সুমন, রেজওয়ানুল হক রিপন, শেখ জামাল, মামুন হোসাইন, ইবনুল কাউরাইন পরশ, হাবিবুর রহমান রকি, রেজওয়ানুল ইসলাম বাপ্পী, ফাহিম মুনতাছির চন্দন, অমিয় মজুমদার অপু, রুবেল আহাম্মেদ বিশ্বাস, রজত বসু শুভ ও আবু সুমন বিশ্বাস বক্তব্য রাখেন। সমাবেশ থেকে অবিলম্বে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় পুনর্বহালের দাবি জানান তারা।