সাংবাদিক সিরাজুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার: বিবিসি খ্যাত সাংবাদিক সিরাজুর রহমান আর নেই। লন্ডনের একটি হাসপাতালে সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। প্রবীণ এ সাংবাদিক দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করে আসছিলেন। মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস ও কালের সাক্ষী ছিলেন সিরাজুর রহমান। মুক্তিযুদ্ধে বিজয়ের সংবাদ তার কণ্ঠেই প্রচার করেছিলো বিবিসি। ‘এক জীবন এক ইতিহাস’ নামের আত্মজীবনীমূলক গ্রন্থে তিনি বর্ণনা করেছেন নানা ঐতিহাসিক ঘটনা। তার রচিত গ্রন্থের সংখ্যা ১৭টি। সিরাজুর রহমানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় হলেও স্কুলজীবন কেটেছে কোলকাতায়। তার সাংবাদিকতার শুরু কোলকাতায়। মেট্রিক পরীক্ষার আগে কোলকাতায় যোগ দেন দৈনিক আযাদ পত্রিকায়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ঢাকায় ফেরেন পরিবারের সাথে। বাবা মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান ছিলেন কোলকাতা আলিয়া মাদরাসার শিক্ষক। ঢাকা কলেজের ছাত্র হিসেবে সিরাজুর রহমান অংশ নেন ভাষাআন্দোলনে।