সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা কেদারগঞ্জের শিল্পী খাতুনের অভিযোগ

 

মারধর ও ছিনতাই মামলার আসামির সাথে এসআই আকরামের সখ্য

স্টাফ রিপোর্টার: মারধর ও ছিনতাই মামলার আসামিকে না ধরে বরং তার সাথে সখ্য গড়ে তুলেছেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই আকরাম। এমনই অভিযোগ তুলেছেন মামলার বাদী চুয়াডাঙ্গা কেদারগঞ্জ ধোপা গর্তপাড়ার শিল্পী খাতুন। তিনি গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ অভিযোগ করেন। দুলাল শেখের স্ত্রী মোছা. শিল্পী খাতুন সাংবাদিক সম্মেলনে জানান, তার পাড়ার মৃত হামিদুলের তিন ছেলে মো. স্কয়ার, জুয়েল ও ডালিম তাকে মেরে জখম করে এবং গলার চেন ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে গত ১৪ সেপ্টেম্বর থানায় একটি এজাহার দাখিল করেন। থানার ওসি তাৎক্ষণিকভাবে এসআই আকরামকে দায়িত্ব দেন এবং ঘটনাস্থলে পাঠান। এস আই আকরাম থানায় মামলা রেকর্ড বাবদ শিল্পী খাতুনের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। পরবর্তীতে বাধ্য হয়ে চার কিস্তিতে ৫ হাজার ৫শ টাকা নেন। এ ছাড়া আজও (গতকাল) মেডিকেল রিপোর্ট তোলার নাম করে এসআই আকরাম ১ হাজার টাকা নেন। কিন্তু এসআই আকরাম কোনো ব্যবস্থা না নিয়ে ১ নং আসামি স্কয়ারের সাথে তিনি কোমল পানীয় পান করছিলেন দেখা গেছে। বাধ্য হয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে ২০ সেপ্টেম্বর থানায় মামলাটি রেকর্ড হয়। পরে ২৭ সেপ্টেম্বর দু আসামিকে ধরলেও ১ নং আসামি স্কয়ারকে শিল্পী খাতুন আরো উল্লেখ করেন বিএনপি নেতা মজিবুল হক মালিক মজু, আবু বকর সিদ্দিক আবু ও এম জেনারেল ইসলামের আশকারা পেয়ে স্কয়ার একের পর এক অপকর্ম করে যাচ্ছে।