সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাবের মানববন্ধন

 

ঝিনাইদহ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহাজাদপুরে পৌর মেয়রের গুলিতে নির্ভিক সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহত হওয়ার প্রতিবাদে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মনববন্ধন কর্মসূচি শেষে এক সমাবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বক্তব্য রাখেন। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড শেখ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, প্রেসক্লাবের সহসভাপতি আসিফ ইকবাল কাজল, শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম বিন সাত্তার, সাবেক সাধরণ সম্পাদক তানজিলুর রহমান ডাবলু, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, আমাদের সময়ের সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, যমুনা টিভির আহম্মেদ নাসিম আনসারী, সকালের খবরের আলী আহম্মেদ লিকু, মাছরাঙ্গা টিভির শাহরিয়ার রহমান রকি, সাংবাদিক শামিমুল ইসলাম শামিম, সাংবাদিক জাহিদুর রহমান তারিক প্রমুখসহ দৈনিক সমকাল সুহৃদ সমাবেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, আমরা আর সাংবাদিকদের লাশ দেখতে চাই না। তিনি শাহাজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করে ফাঁসি দাবি করে বলেন শাহাজাদপুরের সমকাল পত্রিকার প্রতিনিধি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছে। আমরা এই বর্বর হত্যার দ্রুত বিচার দাবি করছি। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজে আছে বলেই সমাজে সভ্যতা আছে।