সাংবাদিক প্রবীর শিকদার কারাগারে

 

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিয়ার খোন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে আটক সাংবাদিক প্রবীর শিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে ফরিদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের ১ নং আমলি আদালতে তাকে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে রিমান্ড শুনানি না করেই আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য্য করেছেন আদালত। এর আগে রোববার রাতে রাজধানীর অনলাইন পত্রিকার অফিস থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে ফরিদপুরে নেয়া হয়। বিকেলে থানা থেকে আদালতে তোলা হয়। উল্লেখ্য, প্রবীর শিকদারের বিরুদ্ধে ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের গোয়েন্দা শাখা জানায়, রোববার রাতে সাংবাদিক প্রবীর শিকদারকে জিজ্ঞাসাবাদ এবং তাকে নিরাপত্তা দেয়ার জন্য আটক করে। পরে তাকে ফরিদপুরে দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।