সাংবাদিক কেএ মান্নান ও জাহাঙ্গীর আলমের নামে মামলার ঘটনায় আলমডাঙ্গা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

আলমডাঙ্গা ব্যুরো: সাংবাদিক কেএ মান্নান ও জাহাঙ্গীর আলমের নামে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন আলমডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল ২৬ মে সন্ধ্যায় এক জরুরি সভায় এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

জানা গেছে, সংবাদ প্রকাশের জের ধরে আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের রব্বান আলীর ছেলে বজলু আদালতে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার জামজামি প্রতিনিধি সাংবাদিক কেএ মান্নান ও সাংবাদিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। এ ন্যাক্কারজনক ও নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে আলমডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল সন্ধ্যায় জরুরি সভায় তারা এ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, জামসিদুল হক মুনি, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক প্রশাস্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, মানবাধিকার সম্পাদক অনিক সাইফুল, জামজামি প্রেসক্লাব সভাপতি মানোয়ার হোসেন মাস্টারসহ নেতৃবৃন্দ অবিলম্বে এ মামলা প্রত্যাহার দাবি করেছেন। মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।