সাংবাদিক অনিক সাইফুলের নির্মমভাবে নির্যানকারী ইউপি সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: দৈনিক মাথাভাঙ্গার মুন্সিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক অনিক সাইফুলের ওপর নির্যাতনকারী ইউপি সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেল ৪টার দিকে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে সরোজগঞ্জ সাংবাদিক ইউনিট। ইউনিটের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিটের সম্পাদক শওকত আলী, সাংবাদিক জিয়াউর রহমান, আলম আশরাফ, রুবেল আহাম্মেদ, কবির দুখু মিয়া, হাবিবুর রহমান, সুজন মাহমুদ, হাসিবুল হোসেন, রানা, হেলাল উদ্দিন, মানুয়ার হোসেন, সোহেল আহমেদ প্রমুখ। বক্তাগণ সাংবাদিক নির্যাতনকারী ইউপি সদস্যদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, সাংবাদিক অনিক সাইফুল আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কর্মসৃজন প্রকল্পের অনিয়মের সংবাদ পরিবেশন করায় গত ১২ মার্চ সন্ধ্যায় নিউজ লেখার কথা বলে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করেন জেহালা ইউপি ৫ মেম্বার।

দর্শনা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা প্রেসক্লাবের মানবধিকার বিষয়ক সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা মুন্সিগঞ্জ প্রতিনিধি অনিক সাইফুলের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন দর্শনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন- দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সহসভাপতি আজিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, যুগ্মসম্পাদক আহসান হাবীব মামুন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দফতর সম্পাদক জিল্লুর রহমান মধু, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তুহিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, ক্রীড়া সম্পাদক মুনজুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তারিক জামান, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, হানিফ মণ্ডল, সহসভাপতি মাহমুদ হাসান রনি, ইয়াছির আরাফাত মিলন, সাধারণ সম্পাদক হারুন রাজু, যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, এসএম ওসমান প্রমুখ।