সাংবাদিক অনিক সাইফুলের ওপর হামলার ঘটনায় আলমডাঙ্গা প্রেসক্লাবের

 

পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

আলমডাঙ্গা ব্যুরো: সাংবাদিক অনিক সাইফুলের ওপর বর্বোচিত হামলার ঘটনায় আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের এক জরুরি সভায় প্রশাসনের প্রতি এ দাবি জানানো হয়। এ সময় প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন, সহসভাপতি জামসিদুল হক মুনি, মৌলভি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, রুনু খন্দকার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, কোষাধ্যক্ষ সাজেদুল হক মুনি, দফতর সম্পাদক আবুল কাশেম টুকু, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রশান্ত অধিকারী, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক অনিক সাইফুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমান বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান, ধর্মীয় সম্পাদক গোলাম রহমান চৌধুরী, আইসিটি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান ফরায়েজী প্রমুখ।