সরোজগঞ্জ বোয়ালিয়া হাসপাতাল পাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

 

সরোজগঞ্জ প্রতিনিধি: বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন। অতিথিসহ বরপক্ষের আপ্যায়নের জন্য রান্নার কাজও শেষ। চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানের নির্দেশে পল্লি উন্নয়ন সংস্থা পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন ও কাতব আলী হাজির হন কনের বাড়িতে। তারা বয়স প্রমাণের জন্য জন্মনিবন্ধন চাইলে কনের পিতা তা গোপন করার চেষ্টা করেন। প্রতিবেশী সূত্রে জানা গেছে, সালমা খাতুন সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। চুয়াডাঙ্গা সদর ইউএনও’র নির্দেশে বিয়ে বন্ধ করে দেন। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বোয়ালিয়া হাসপাতাল পাড়ায়।