সরোজগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্য থেকে টিএসপি ও ডিওপি সারের দাম বেশি নেয়ার অভিযোগ

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাংলাদেশ টিএসপি ও ডিওপি সারের বস্তা প্রতি ৩ থেকে সাড়ে ৩শ টাকা বেশি নেয়া হচ্ছে বলে কৃষকদের অভিযোগ।

কুতুবপুর ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নিকট মূল্য বিষয়ে বলেন, বাংলাদেশ টিএসপি সারের সরকারি সর্বোচ্চ মূল্য ১ হাজার ১শ টাকা ও ডিওপি ১ হাজার ২শ ৫০ টাকা। এছাড়া ইউরিয়া ৮শ টাকা এমওপি ৭শ ৫০ টাকা। সরোজগঞ্জ বাজারে সার কিনতে আসা কৃষকদের নিকট থেকে জানা গেছে বাংলাদেশ টিএসপি ১ হাজার ৫শ টাকা ও ডিওপি ১ হাজার ৫শ ৫০ টাকা দরে বিক্রি করছে সার বিক্রেতারা। এতে সরকার নির্ধারিত মূল্য থেকে ৩ থেকে সাড়ে ৩শ টাকা বেশি নিচ্ছে তারা। এছাড়া ইউরিয়া সার সরকার নির্ধারিত সর্বোচ্চ মূল্য থেকে বস্তায় ১০ টাকা কমে ও এমওপি বস্তায় ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি করা হচ্ছে। এলাকার কৃষকদের অভিযোগ বাংলাদেশ টিএসপি সার ও ডিওপি সার কিনলে বিক্রেতারা কোনো মেমো দিচ্ছে না। এ ব্যাপারে কুতুবপুর ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন আমরা কিছু কিছু কৃষকদের নিকট থেকে এধরনের অভিযোগ শুনেছি। বিষয়টির প্রতি যথাযত কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এলাকার কৃষকরা।