সরোজগঞ্জ তেতুল শেখ কলেজে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে আলোচনাসভা

সরোজগঞ্জ প্রতিনিধি: ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের আওতায় বাল্যবিয়ে, মাদক প্রতিরোধ, স্কুল পর্যায়ে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণসভা গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন  এলাকা থেকে বাল্যবিয়ে ও মাদকমুক্ত রাখতে পারলেই আইনশৃঙ্খলা ভালো থাকবে। এছাড়া বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে আন্তরিকতার সাথে  সবাই এগিয়ে আসতে পারলে হয়তো এ সমাজ থেকে চিরতরে বাল্যবিয়ে, মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে। অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সিএ জিন্নাত, তেতুল কলেজের প্রভাসক মোস্তফা কওকত ইমরান, রাকিবুল হাসান, ফারুক আহম্মেদ, তাসলিমা পারভিন, জাহিদুল ইসলাম, হারুনুর রশিদ, শাহরিয়ার ইসলাম, আবুজার হোসেন, আরিফ হোসেন, আবু শামা, ফারহানা পারভিন, খাইরুল ইসলাম সুরুজ আলম, জহুর রায়হান, আহমেদ সাদিদ রেজা সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক রেজাউল করিম।