সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে করার লক্ষ্যে মতবিনিময়

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন কেন্দ্র হিসেবে জেএসসি পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে করার লক্ষ্যে এলকার সুধীজন ও কেন্দ্রের অন্তর্গত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের মতবিনিময়সভা গতকাল শনিবার সকাল ১১টার দিকে ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজি মোতালেব হোসেন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাজাহান আলী পচা, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশাবুল হক, আবুল হোসেন দাখিল মাদরাসার সভাপতি আকিদুল ইসলাম, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু সালেহ, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, আইলহাস-লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেন, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান আনোয়ার হোসেন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, আবুল হোসেন দাখিল মাদরাসার সুপার আব্দুর রহমান, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল।