সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক বন্দোবস্তকৃত পজিশন মালিক সমিতির মতবিনময়সভা ও ম্যানেজিং কমিটির নির্বাচন প্যানেল ঘোষণা।

সরোজগঞ্জ প্রতিনিধি: সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক বন্দোবস্তকৃত পজিশন মালিক সমিতির মতবিনিময়সভা ও আসন্ন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অত্র সমাবেশে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক বন্দোবস্তকৃত পজিশন মালিক সমিতির সভাপতি অব. বিডিআর ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও অত্র কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজি আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মজিবর রহমান, চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের দফতর সম্পাদক গোলজার হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সভাপতি, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অত্র কমিটির সাধারণ সম্পাদক জুয়েল রানা, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বিদ্যালয়ের জমিদাদা নাসির উদ্দিন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক বন্দোবস্তকৃত পজিশন মালিক সমিতির উপদেষ্টা হাজি ওহিদুল ইসলাম, হাজি আব্দুর রহমান সব্দুল, সহসভাপতি হামিদুর রহমান, আসাদুজ্জামান ছোটন, ডা. আব্দুল হান্নান, সহ-সম্পাদক রিজানুল হক সিতু, মাহাবুবুল আলম চন্দন, কোষাধ্যক্ষ মনোরঞ্জন সরকার, আইন বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, ব্যবসায়ী হাজি জয়নাল আবেদীন, শহর আলী, জান্টু মিয়া, কুতুবপুর ইউপি প্যানেল চেয়ারম্যান জামাত আলী, ইউপি সদস্য ওহিদুল ইসলাম, মেহের আলী ও যুবলীগ নেতা আজিজুল হক আঙ্গুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্দোবস্তকৃত পজিশন মালিক সমিতির দফতর সম্পাদক মোখলেচুর রহমান লিটন। অনুষ্ঠান শেষে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃক বন্দোবস্তকৃত পজিশন মালিক সমিতি কর্তৃক আসন্ন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে স্বাধীনতা পরিষদ প্যানেল ঘোষণা করেন। প্যানেলের সদস্যরা হলেন জিল্লুর রহমান, রানা বিশ্বাস, আব্দুল মান্নান, রবিউল আলম ও সেলিনা খাতুন।