সরকার গঠনে ফের ব্যর্থ ইরাক

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের পার্লামেন্ট রোববারের অধিবেশনেও রাজনৈতিকঅচলাবস্থা দূর করে নতুন সরকার গড়তে ব্যর্থ হয়েছে। দেশে সুন্নি বিদ্রোহীতৎপরতা সামাল দিতে এ সরকার গঠন অত্যন্ত জরুরি।কিন্তু সংক্ষিপ্ত এক অধিবেশন শেষে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবংপার্লামেন্ট স্পিকার পদের ব্যাপারে শিয়া, সুন্নি ও কুর্দি রাজনীতিবিদদেরমধ্যে সমঝোতার চেষ্টায় মঙ্গলবার পর্যন্ত ক্ষ্যান্ত দেন পার্লামেন্টেরকর্মকর্তারা।এর আগে ইরাকে নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন সুন্নিও কুর্দি এমপিদের বয়কটের মুখে ব্যর্থতায় পর্যবসিত হয়। এবারো পার্লামেন্টঅচলাবস্থা নিরসনে ব্যর্থ হওয়ায় সরকার গঠনে নতুন করে বিলম্ব হচ্ছে।বাগদাদেরাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রধানমন্ত্রী নূরি আল মালিকিই ইরাকেতত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মালিকি তৃতীয় মেয়াদে ক্ষমতায়আসতে চান। কিন্তু তিনি সুন্নি ও কুর্দিদের কাছ থেকে বিরোধিতার শিকারহচ্ছেন।মালিকির ভবিষ্যৎ নিয়ে বিরোধিতার কারণে অন্যান্য রাজনৈতিক পদগুলোতে প্রার্থীনির্বাচন করা নিয়ে অচলাবস্থা বিরাজ করছে।সুন্নি রাজনীতিবিদরাসহ প্রধান সুন্নিব্লক একজন মধ্যপন্থি প্রার্থী সালিম আল জাবুরিকে স্পিকার পদের জন্য নির্বাচন করেছে।কিন্তু মালিকি এ প্রস্তাব নস্যাৎ করছেন বলে তারা অভিযোগ করেছে।ইরাকেসরকারি বাহিনী ও সুন্নি বিদ্রোহীদের চলমান লড়াইয়ের মধ্যে আইনপ্রণেতারামতবিরোধ দূরে ঠেলে অবিলম্বে একটি সরকার গঠন করতে না পারলে ইরাক অরাজকপরিস্থিতিতে পড়বে বলে রোববারই সতর্ক করেছেন এক জাতিসংঘ দূত।মালিকিরঅনুগত সেনারা বাগদাদের ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে মুকদাদিয়ায় একটি সামরিকঘাঁটির দখল নিয়ে সুন্নি বিদ্রোহীদের সঙ্গে লড়ছে। শনিবার দুপক্ষের মধ্যেলড়াই আরো তীব্র হয় এবং এখনো তা চলছে।সুন্নি বিদ্রোহী তৎপরতার মুখেসঙ্কট সামাল দিতে ইরাকের আইনপ্রণেতারা দ্রুতই একটি নতুন সরকার গঠনের জন্যযুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইরাকি শিয়া ধর্মগুরুদের চাপের মুখে আছেন।