সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন অবহিতকরণে জেলা তথ্য অফিসের আয়োজনে আলমডাঙ্গায় আলোচনা

আলমডাঙ্গা ব্যুরো: সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সম্প্ররকে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে আলমডাঙ্গায় ৱ্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দীক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান সুলতান জোয়ার্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা সহসভাপতি মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, জেলা জাসদের আহ্বায়ক বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তালেবের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নূরুন নাহার, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হাসান, মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার শাহাব উদ্দীন সাবু, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল হক মুহিত, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তুহিন, ইন্দ্রজিত শর্মা, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাবুল হক ঠাণ্ডু, আব্দুল হালিম, সমীর দে, বিল্লাল গনি, রানা আহমেদ, আব্দুল হান্নান, খবির, নাহিদ, আনিস, যুবলীগের যুগ্ম আহ্বায়ক, শাহিন রেজা শাহিন, পৌর যুবলীগ সভাপতি আব্দুল গাফফার, সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, ডিটু, আমিরুল, বুলবুল, আবুল হাসনাত প্রমুখ।

আলোচনাসভা শেষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিং দেয়া হয়। প্রেস ব্রিফিং-এ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর তথ্য ও সেবা কেন্দ্র, সিটি তথ্য ও সেবা কেন্দ্র, জেলা ই-সেবা কেন্দ্র, ই-পর্চা, ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম, জাতীয় ই-তথ্য কোষ, মোবাইলকীপ্যাড প্রমিতকরণ ও বাংলা ভাষায় এসএমএস চালুকরণ, আমার বর্ণমালা, জাতীয় তথ্য বাতায়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুমে ডিজিটাল কনটেন্ট, ই-বুক, ই-পুজি, ইনোভেশন ফান্ড, ইনোভেশন টিম, ইনোভেশন সার্কেল, মোবাইলফোন সেবা, ডিজিটাল উদ্ভাবনী মেলাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করানো হয়। এর পূর্বে সকাল ১০টার দিকে ৱ্যালি বের করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।